আজকের শিরোনাম :

কোটচাঁদপুরে কে হচ্ছেন নৌকার মাঝি : ৫ প্রার্থী নির্বাচনী মাঠে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন ৫ জন মনোনয়ন প্রত্যাশী। তবে কে হচ্ছেন পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি এমন প্রশ্নে সরব রয়েছে কোটচাঁদপুর চায়ের দোকান,পথ,ঘাট ও রাজনৈতিক অঙ্গন।

তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌর সভার নির্বাচন। আর এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন ৫ জন মনোনয়ন প্রত্যাশী। যার মধ্যে রয়েছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সেলিম,পৌর আওয়ামীলীগের সদস্য কাজী আলমগীর,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী।

এ ছাড়া রয়েছে কোটচাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ)। তবে ৫ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে তিন জনের নাম জোরে সোরে শোনা যাচ্ছে বলে একাধিক দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। এ তিন জনের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সেলিম ও পৌর মেয়র জাহিদুল ইসলাম(জাহিদ)। তফসিল ঘোষনার আগ থেকে এ তিন জন মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছে।

এ দিকে নির্বাচনকে ঘিরে আলোচনার ঝড় চলছে পাড়া-মহল্লার চায়ের দোকান,পথ-ঘাট সহ রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছে মনোনয়ন এবার শাহাজান আলী পাবে,কেউ বলছে শহিদুজ্জামান সেলিম, আবার কেউ কেউ বলছে পৌর মেয়র জাহিদুল ইসলাম ও পেতে পারে নৌকা। তবে কে হচ্ছেন পৌরসভা নির্বাচনে কোটচাঁদপুরে নৌকার মাঝি তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কদিন।
 

এবিএন/সুব্রত সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ