আজকের শিরোনাম :

কাশিয়ানীতে আরইআরএমপি-২ প্রকল্পের চেক ও সনদ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২০:২৪

গোপালগঞ্জ, ১৬ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরইআরএমপি-২ প্রকল্পের সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক ও সনদপত্র বিতরণ করেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস এম মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের 
সহ-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক  লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মকিমূল ইসলাম মকিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু), সদর ইউনিয়ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না প্রমুখ। 

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আরইআরএমপি-২ প্রকল্পের ৭০ জন নারী কর্মীদের মাঝে ৫২ লাখ ৫০ হাজার টাকার সঞ্চয়ী অর্থের চেক বিতরণ করা হয়। 

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ