আজকের শিরোনাম :

ভবানীগঞ্জ কলেজ সরকারি হওয়ায় এনামুল হকের সাথে মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২১:০৬

বাগমারা (রাজশাহী), ১৬ আগস্ট, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলা সদরে অবস্থিত ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এমপি এনামুল হকের সাথে মতবিনিয়ম সভা করেছে কলেজ কর্তৃপক্ষ।

গত ১২ আগস্ট ভবানীগঞ্জ কলেজ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের স্বীকৃতি লাভ করে।

এ উপলক্ষে গতকাল বুধবার (১৫ আগস্ট) রাতে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বাগমারা আসনের সংসদ সদস্য ও ভবানীগঞ্জ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন, কলেজ সরকারি হয়ে গেল মানে শিক্ষকদের দায়িত্ব শেষ হয়ে গেল না। এই প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্যই কলেজটি সরকারি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সব কিছু ভুলে প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মূল্যায়ন সবাই তখনই করবে যখন এই কলেজে শিক্ষার মান অন্যসব কলেজের চেয়ে ভালো হবে।

তিনি আরো বলেন, আগের চেয়ে ক্লাসে শিক্ষকদের আরো বেশি পরিশ্রম করতে হবে। তাহলেই ভাল ফলাফল সম্ভব।  

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভাবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপাধ্যক্ষ আয়ুব আলী, অধ্যাপক আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষাক-শিক্ষিকাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ