আজকের শিরোনাম :

আশাশুনিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২১:০০ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:২৯

আশাশুনি (সাতক্ষীরা), ১৬ আগস্ট, এবিনিউজ : আশাশুনিতে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫৫ কেজি রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, এল্লারচর সাতক্ষীরার চিংড়ী ও মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার শামিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল প্রমুখ।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ