আজকের শিরোনাম :

গফরগাঁওয়ে আওয়ামী লীগের শোক দিবস পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২০:২৩

গফরগাঁও (ময়মনসিংহ), ১৬ আগস্ট, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলন্দাজ বাবেল (এমপি)।

প্রধান অথিতির বক্তৃতায় ফাহমী গোলন্দজ বাবেল বলেন, পৃথিবির কোনো জাতির ইতিহাসে বাংলাদেশের মতো শোকাবহ আগস্ট নেই। ইতিহাসের এক ভয়ঙ্কর দিন আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে খুনিরা নির্মমভাবে হত্যা করা হয়। সেই থেকে আগস্ট পিতা হারানোর শোকের মাস।

গফরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, পৌর আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী।

আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, উপজেলা আয়ামী যুব লীগের আহ্বায়ক সালাহ উদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদ, পৌর যুব লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সজীব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডল প্রমুখ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ