আজকের শিরোনাম :

পাইকগাছায় সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে এক ব্যক্তির কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২০:২০

পাইকগাছা (খুলনা), ১৬ আগস্ট, এবিনিউজ : পাইকগাছায় সরকারি কাজে বাঁধা প্রদান ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে হাসান সরদার (৩২) নামে এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কারাদন্ড প্রাপ্ত হাসান উপজেলার কালিদাশপুর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে। তিনি আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে চাঁদখালী বাজারের গরু হাটের রাস্তার পাশে সরকারি জায়গার উপর অবৈধভাবে ঘর নির্মাণ করছিল। 

পরে জানতে পেরে লস্কর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এনামুল কবির ঘটনাস্থলে গিয়ে হাসানকে নির্মাণ কাজ বন্ধ করতে বললে সে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করে। পরে স্থানীয় লোকজন হাসানকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল আউয়াল হাসানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ