আজকের শিরোনাম :

শিবপুরে কলেজ মাঠে পশুর হাট না বসার দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩৩

শিবপুর (নরসিংদী), ১৬ আগস্ট, এবিনিউজ : শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে।

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠ ও শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, শিবপুর সরকারি হাসপাতল ও আবাসিক এলাকায় পরিবেশ রক্ষায় অস্থায়ী কোরবানীর পশু হাট না বসার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে কলেজর সাধারণ শিক্ষার্থীরা ।

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রিফাত রাখিল, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. বদরুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ সরকার, ছাত্রনেতা আসলাম খানসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা বেগম বলেন, কলেজ মাঠে কোরবানীর পশুর হাটের ব্যাপারে আমি অবগত নই।

শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর বলেন, স্কুল মাঠে প্রতিদিন শিশু কিশোররা বিকেলে খেলা ধুলা করে। স্কুল মাঠের পরিবেশ নস্ট করে পশুর হাট বসানোর পক্ষে আমি এক মত নই।  


এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ