আজকের শিরোনাম :

ভালুকায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১৮:২৪

ভালুকা (ময়মনসিংহ), ১৬ আগস্ট, এবিনিউজ : জাতীয় শোক দিবসে দুই প্রতিষ্ঠানের অফিস কক্ষে তালা দেয়ায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম অপসারণ ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকর  শামছুল হক মনির বিচারের দাবীতে আজ বৃহ¯প্রতিবার বেলা সাড়ে ১১টায় (১৬ আগস্ট) ডাকাতিয়া ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও আল কুদ্দুস দাখিল মারাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ  প্রদর্শন করে।

জানাযায়, জাতীয় শোক দিবসে উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও একই এলাকার আল কুদ্দুস দাখিল মাদরাসার অফিস কক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনির নেতৃত্বে তালা দেওয়ার প্রতিবাদে  চেয়ারম্যানের অপসারণ ও আ’লীগ নেতার বিচারের দাবীতে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিষ্ঠান মাঠে প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন।
 

এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ছাড়াও ইউনিয়ন আ’লীগ নেতা ফজলুল হক তালুকদার, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ,মাদরাসার সুপার মাওলানা সানোয়ার হোসেন, স্কুলের দাতা সদস্য আমিনুল ইসলাম, আমজাত হোসেন,যুবলীগ নেতা হুমায়ুন কবীর হিমু,বাবুল রানা,পল্লী চিকিৎসক সেকান্দর আলী,ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান হামীম,মহসিন হাবীবসহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গ, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী করে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আঙ্গারগাড়া ইউনইডেট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের সব প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে দলীয় শোক অনুষ্ঠনের আয়োজন করে।

সেই অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও একই এলাকার আল কুদ্দুস দাখিল মাদরাসার শিক্ষার্থীরা শোক র‌্যালী নিয়ে অংশ গ্রহণ করায় ক্ষিপ্ত হয়ে দুটি প্রতিষ্ঠানের অফিস কক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনির নেতৃত্বে তালা দেয়।

     
এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ