আজকের শিরোনাম :

মেঘনায় লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৯

চাঁদপুরের মতলব উত্তর সীমানার আগে গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মতলবের ষাটনলের কাছাকাছি এ ঘটনা ঘটে। লঞ্চে থাকা প্রায় ৫০-৬০ যাত্রীর সঙ্গে থাকা সব কিছু লুটে নেয় ডাকাতরা। এ সময় ১০-১৫ যাত্রী আহত হয়।

জানা যায়, বুধবার নারায়ণগঞ্জ থেকে সন্ধ্যা সোয়া ৫টায় মতলবের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি হৃদয় লঞ্চ। লঞ্চটি ষাটনলের কাছাকাছি পৌঁছালে অনুমানিক সন্ধ্যা ৭টায় ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীর সর্বস্ব লুটে নেয়।

লঞ্চে থাকা যাত্রী নয়ন মিয়া জানায়, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১০-১৫ মিনিট পরে ঘাটনলে পৌঁছায়। গজারিয়া ঘাট থেকে কয়েকজন লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি ষাটনল সীমানার কাছাকাছি পৌঁছালে ডাকাতরা লঞ্চে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় যাত্রীদের কাছে থাকা মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ঘটনাটি চাঁদপুর সীমানার বাহিরে গজারিয়ায়। স্থানটি মুন্সিগঞ্জের এরিয়ায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ সময় ১০-১৫ যাত্রী আহত হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ