আজকের শিরোনাম :

হাতীবান্ধায় শিক্ষক বাতায়ন সম্মাননা পেলেন ৩৫ জন শিক্ষক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ১২:৪৫

কোভিড-১৯ মহামারীতে শিক্ষার গতি ধরে রাখতে অনলাইন পাঠদানে বিশেষ ভূমিকা রাখার জন্য লালমনিরহাট জেলা প্রশাসন জেলার ৩৫ জন শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলার ডাকালীবান্ধা আলহাজ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবলেসহ জেলার ৩৫ জন শিক্ষককে “শিক্ষক বাতায়ন সম্মাননা” প্রদান করা হয়।

জেলা প্রশাসক আবু জাফর উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন।  

সম্মাননা পেয়ে হাতীবান্ধা উপজেলার ডাকালীবান্ধা আলহাজ¦ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবলে বলেন, কাজের  স্বাকৃতি পেয়ে সত্যিই ভালো লাগছে। আমি ঘরে বসে না থেকে বিভিন্ন ভাবে অনলাইনে করোনাকালীন সময়ে প্রায় ২ হাজার ২ শত ক্লাস উপহার দিয়েছি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘরে বসে যখন শিক্ষার্থীরা অলস সময় পার কর ছিলো ঠিক সেই সময় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে একটি গতি এসেছে। এ কাজের স্বীকৃতি দিতে আমরা কিছু শিক্ষককে সম্মাননা প্রদান করি।

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ