আজকের শিরোনাম :

কয়রায় জাতীয় শোক দিবস পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ১৮:২৮

কয়রা (খুলনা), ১৫ আগস্ট, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আজ বুধবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে টায় বঙ্গবন্ধুরপ্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সকাল ৯টায় শোক র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।

বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফররানা, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, হিসাব রক্ষণ অফিসার মোঃ মুজিবুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন, শিক্ষা অফিসার আবুল বাশার, সমবায় অফিসার আছাদুজ্জামান, সমাজসেবা
অফিসার অনাথ বিশ্বাস, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ প্রমুখ। বক্তারাজাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে স্ব স্ব বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মোঃ নুরুল হক।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোশাররফ হোসেন, এসএম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্যাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক সুুজিত রায়, ইমদাদুল হক টিটো, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দিদার, সাধারন সম্পাদক আলামিন ইসলাম, ছাত্রলীগনেতা রোকনুজ্জামান কাজল প্রমুখ। দুপুরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। অনুরূপ উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ মাঠে দুপুর ২টায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি।

সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল ও ত্রিদিব মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী নেতা ডাঃ একেএম ফজলুল হক, মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, গাজী হুমায়ুন কবির, আশরাফ হোসেন আওয়ামী লীগ নেতা মোড়ল শওকত হোসেন, আবু ঈছা গাজী,অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিষ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য রেজাউল করিম কারিম, অধ্যাপক দেবব্রত বিশ্বাস, আফছার উদ্দিন প্রমুখ।

আলোচনা ও  দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়। দক্ষিন বেদকাশির ঘড়িলাল বাজারে জাতীয় শোক দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম কবি শামছুর রহমান। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এবিএন/শাহীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ