আজকের শিরোনাম :

বড়াইগ্রামে ৫৬৩ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ২০:৩৯

বড়াইগ্রাম (নাটোর), ১৪ আগস্ট, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বাঘাট, ব্রক্ষত্রগোপালপুর, মাঝগাঁও ইউনিয়নের মাধইমুড়িয়া গ্রামে ২২৬টি এবং জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া, চৌমুহান, চরগোবিন্দপুর, মানইর, দ্বারীকুশি বাবুপাড়া ও দিঘইর গ্রামে ৩৩৭টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ওই সংযোগ প্রদান করেন। প্রধান অতিথি হিসাবে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি স্যুইচ টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন।

উপজেলার বাঘাট উচ্চ বিদ্যালয়, জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে এবং মাধাইমুড়িয়া গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আজ মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল ও সোমবার রাতে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিজিএম মহিতুল ইসলাম, এজিএম গোলাম ইখতিয়ার, ইউপি চেয়ারম্যান মমিন আলী, তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, শেখ ইয়াকুব আলী হীরা প্রমূখ।**

এবিএন/আশরাফুূল ইসলাম/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ