আজকের শিরোনাম :

মেলান্দহে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১৪:২২

জামালপুরের মেলান্দহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ২ ডিসেম্বর এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান। নাজির এসএম রহিম উদ্দিন জানান, এই জমির উপর কয়েকটি মামলা হয়।

এর মধ্যে ২০১৭ সালের ১৩ মার্চ গেন্দা শেখের ছেলে হাতেম আলী হাক্কু (৮০)’র দায়েরকৃত মামলাটির দীর্ঘ শুনানির পর বাদীর পক্ষে রায় হয়। বিবাদী এই রায়ের উপর রিভিশনও করেন।

সর্বশেষ মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মনিরুল ইসলাম গত ২৯ নভেম্বর রায় প্রদান করেন। রায়ে বাদী হাতেম আলী হাক্কু শেখ ৪ শতাংশ প্রাপ্ত হন। এই রায়ের ভিত্তিতে শান্তি স্থিতি বজায় রাখতে বিরোধীয় জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বাদী হাতেম আলী হাক্কু জানান-প্রায় ত্রিশ বছর যাবৎ সাবেক এমপি ডা. নূরুল ইসলামের ছেলে সাবেক মেয়র হাজী দিদার পাশা আমার পৈত্রিক সম্পত্তির ৪ শতাংশ জমি জবর দখলে নিয়েছিলেন। মামলায় আমি বিচার পেয়েছি।

ওদিকে মামলার বিবাদী হাজী দিদার পাশা জানান, জমিটি আমাদেরও পৈত্রিক সম্পত্তি ছিল। এক সময় খাস হয়ে যায়। আমারও কাগজপত্র আছে। আমি সুবিচার পেতে উচ্চ আদালতে যাব।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ