আজকের শিরোনাম :

জয়পুরহাটে মাদক ও অপরাধ দমনে পুলিশের সমন্বয় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৫০

আইনশৃঙ্খলা রক্ষার্থে সীমান্তবর্তী থানার সমন্বয়ে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট ও নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ইসবপুর ইউপি চেয়ারম্যন ইমরুল কায়েস বাদল, ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মঙ্গলবাড়ি সিরাজিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,ধামইরহাট থানার তদন্ত পরিদর্শক আবুল কালাম আজাদ।

বক্তারা জয়পুরহাট-নওগাঁর ধামইরহাট ভারত সীমান্তবর্তী মঙ্গলবাড়ি বাজার এলাকায় ব্যাপকভাবে মাদক কারবারি ও সেবনকারি বেড়ে যাওয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এবিএন/চম্পক কুমার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ