আজকের শিরোনাম :

কাপাসিয়ায় দুই শতাধিক খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৪

কাপাসিয়া ডেইরী ফার্মাস এসোসিয়েশনের (কেডিএফএ) উদ্যোগে তরগাঁও, কড়িহাতা, সনমানিয়া ও ঘাগটিয়া ইউনিয়নের দুই শতাধিক খামারিদের প্রশিক্ষণ কর্মশালা ও খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ইকুরিয়া বাজারে কেডিএফএ‘র সভাপতি আসাদুজ্জামান ভূইয়া রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কড়িহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহববুল আলম মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব মোর্শেদ আফাজ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া।

খামারিদের প্রশিক্ষক ছিলেন এসিআই লিমিটেডের বিজনেস ম্যানেজার ডা. আমজাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. আশরাফ হোসেন।

এবিএন/নূরুল আমীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ