আজকের শিরোনাম :

দেশি-বিদেশিদের ফেরার পথে বেনাপোলে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১৮:৩৯ | আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:৫২

ভারত থেকে বাংলাদেশে আসতে দেশি-বিদেশি সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে বাধ্যতামূলক করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে প্রবেশের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ  মোঃ আহসান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, করোনার মধ্যে যারা ভারতে যাচ্ছে তাদের ৭২ ঘন্টার মধ্যে বাধ্যতামূলক করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে ভারতে যেতে হচ্ছে। এবং এতো দিন ভারত থেকে ফেরার সময় বাংলাদেশিদের করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট  লাগতো না।

 তবে গতকাল ২৪ নভেম্বর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নির্দেশে বলা হয়েছে ভারতে যাওয়া ও ভারত থেকে ফেরার সময় ৭২ ঘন্টার মধ্যে বাধ্যতামূলক ভাবে করোনা টেস্টের সার্টিফিকেট লাগবে। এই  প্রজ্ঞাপনটি আগামী সাত দিনের মধ্যে যে কোনো দিন কর্যকর করা হবে বলে তিনি জানান।

 

এবিএন/আইয়ুব হোসেন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ