আজকের শিরোনাম :

সুনামগঞ্জে আইনজীবী সমিতির মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১৪:১৬

সুনামগঞ্জে নতুন নির্মাণ করা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্ধারিত প্রবেশ পথ পরিবর্তনে জেলা প্রশাসকের অশুভ পায়তারার  প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গণে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. বদর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী, অ্যাড.হুমায়ূন মঞ্জুর চৌধুরী।

বক্তারা আরো বলেন, ২০১৬ সালে ১০তলা এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই নির্মাণ হচ্ছে। ভবনে যাওয়ার রাস্তায় নকশায় উল্লেখ আছে। কিন্তু গত বছর নকশায় থাকা রাস্তার উপর একটি সরকারি গোদাম নির্মাণের কাজ শুরু হয়। আইনজীবীরা বাধা দেন। এরপর আদালতে এ নিয়ে একটি মামলা হলে আদালন সেখানে স্থিতাবস্থা আদেশ দেন।

জেলা প্রশাসক আদালতের রায় মানেন না, তাই আমরা দ্রুত জেলা প্রশাসককে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ