আজকের শিরোনাম :

আখাউড়ায় গৃহবধূর কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১০:১৬

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় রুমা বেগম নামে এক গৃহবধূর কাছ থেকে ছিনতাইকারীরা অভিনব কায়দায় ২ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।

২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের সড়কবাজারে পোস্ট অফিসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া রুমা বেগম আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সৌদি প্রবাসী মো. ইউসুফ মোল্লার স্ত্রী।

জানা যায়, রুমা বেগম আখাউড়ায় কিছু কিনাকাটা শেষ করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাওয়ার সময় সড়কবাজার পোস্ট অফিসের সামনে এসে পৌছালে,কিছু যুবক ওনাকে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে রুমার গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের হার, কানের দুল ও তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে কৌশলে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র দলটি।


এই সময় ওনি ছিনতাইকারী বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললে রুমা বেগম আর কিছু বলতে পারে না। জ্ঞান ফিরলে বিস্তারিত বলে রুমা জানান, তাদের দেখলে তিনি চিনতে পারবেন।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবেন।

তিনি আরো বলেন, এত ভীরের মাঝে ছিনতাই হয় কিভাবে মনে হচ্ছে এটি একটি প্রতারণার ঘটনা। মহিলা আমাদের কাছে আসলে ঘটনা তদন্ত করে দেখবো।

এবিএন/হাসান মাহমুদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ