আজকের শিরোনাম :

নীলফামারীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১৫:৪৪

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা এবং নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে  কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদ পরিচালক ,হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, পলিশ সুপার মোখলেছুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সালাউদ্দিন,সহ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নীলফামারী জেলা উপজেলা পর্যায়ের সদস্য ও ঔষধ ফার্মেসী মালিক উপস্থিত ছিলেন।
 

এবিএন/সাইফুল ইসলাম মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ