আজকের শিরোনাম :

নালার পানি চলাচলে প্রতিবন্ধকতা দূর করলো চসিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১৯:১১

নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ফিলখানা এলাকায় মধুবন কারখানা কর্তৃক নালা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ ও নালার উপর লোহার স্লাব দিয়ে স্বাভাবিক পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অভিযানে সীমানা প্রাচীর অপসারণ করে নালার পানি চলাচলের পথ সুগম করা হয়।

অবৈধভাবে সীমানা প্রাচীর দিয়ে নালার জায়গা অবরুদ্ধ করার অপরাধে মালিকপক্ষ দোষ স্বীকার করে এবং মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকালে কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা  ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পাঁচলাইশ থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।


এবিএন/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ