আজকের শিরোনাম :

পীরগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ২১:২০ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২১:২৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ১০ আগস্ট, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতন এবং বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সেচ্চাসেবি সংগঠন ল্যাম্প পোষ্ট এর আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হয়।

এসময় বিচারকের দায়িত্বে উপস্থিত ছিলেন এ এসপি সার্কেল মোসফেকুর রহমান, উপজেরা শিক্ষা অফিসার এস এম জাহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎষ অফিসার ইসমত আরা, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, ল্যাম্প পোষ্টের পরিচালক মহিউদ্দিন জনি ও এ্যাডমিন ফিন্যান্স ম্যানেজার আব্দুল্লাহ আল মীযান প্রমুখ।

এসময় মডারেটরের দায়িত্ব ছিলেন রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক সবুর আলম।

বিতর্কে পক্ষে যুক্তি খন্ডন করে বিজয়ী হন পীরগঞ্জ বণিক সরকারি বিদ্যালয়, বিপক্ষে অবস্থান নেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়।

পরে তথ্য প্রযুক্তি বিষয়ে বদলে যাওয়া মঞ্চনাটক পরিবেশিত হয়।

এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ