আজকের শিরোনাম :

বেনাপোল সীমান্ত থেকে ৭৩ কেজি স্বর্ণের বারসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ০৯:৫১ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১১:২১

বেনাপোল, ১০ আগস্ট, এবিনিউজ : যশোরের শার্শা সীমান্ত থেকে ৭২.৭৫৯ কেজি (৬২৪টি বার) স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি টহল দল।

গতকাল বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাত ১০টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী শার্শার শিকারপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মহিউদ্দিন (৩৫)।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক (পিবিজিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মুকুল হোসেন প্রামানিক এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেইন পিলার ২৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেল বাড়িয়া নামক স্থান হতে ভারতে পাচারকালে ৭২.৭৫৯ কেজি স্বর্ণ (৬২৪ টি বার) ও ০১ টি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫,৭৭,০০,০০০/- (পঁয়ত্রিশ কোটি সাতাত্তর লক্ষ) টাকা।

আটককৃত আসামিকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এবিএন/ইয়ানূর রহমান /জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ