আজকের শিরোনাম :

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ২০:৪১

খাগড়াছড়ি, ০৯ আগস্ট, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় “আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” শ্লোগানে ৯টি উপজেলাতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আজ বৃহস্পতিবার বেলা ১০টায় খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ রোডস্থ রাজ্যমনি পাড়া এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ‘ক’ অঞ্জল, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি), বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম(টিএসএফ) ও ওয়াইডব্লিউ’র যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই য়ংড বিহার প্রাংগনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নারী নেত্রী নমিতা চাকমা, ওয়াইডাবি¬উসিএ’র সাধারণ সম্পাদক প্রতিমা রোয়াজা, বাংলাদেশ মারমা স্টুডেন্স কাউন্সিল(বিএমএসসি) জেলা শাখর সভাপতি মংচিংহ্লা মারমা, কলেজ শাখার সভাপতি মাপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্স ফোরাম অব বাংলাদেশ(টিএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ