আজকের শিরোনাম :

কয়রায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১৮:৪৬

কয়রা (খুলনা), ০৯ আগস্ট, এবিনিউজ : কয়রায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডাভোকেট শেখ আব্দুর রশিদ, দক্ষিনণ বেদকাশি ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম, কয়রা সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান সরদার নাজমুচ্ছাদাত, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার পাড়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ওয়াপদা বেড়িবাঁধের নাজুক পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধিরা স্ব স্ব বক্তব্য দেন। দক্ষিন বেদকাশি ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, দক্ষিন বেদকাশির ওয়াপদা বেড়িবাঁধের ২৭ কিলোমিটারের সিংহভাগ বাঁধ ঝুঁকিপূর্ণ কিন্তু পাউবো কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। ভাঙন কবলিত জোড়শিং বেড়িবাঁধের কাজ সম্প্রতি শুরু হয়েছে কিন্তু ঠিকাদার দায়সারাভাবে সেখানে কাজ করছে বলে ইউপি চেয়ারম্যান সভায় অবহিত করেন।

এবিএন/শাহীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ