আজকের শিরোনাম :

কমলগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১৭:০০

কমলগঞ্জ (মৌলভীবাজার) , ০৯ আগস্ট, এবিনিউজ : "আদিবাসী জাতিসমুহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব আদিবাসী  দিবস উপলক্ষে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি এর  আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।

পরে সেখানে মণিপুরী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কিরণ সিংহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিপুরী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুশান্ত সিংহ, ক্রীড়া সম্পাদক ছাত্রনেতা মানস কান্তি সিংহ, সদস্য অর্ণব সিংহ, প্রণব সিংহ, কমলগঞ্জ উপজেলা মণিপুরী ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক উজ্জল সিংহ প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও নিজ নিজ মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষায় পাঠদান সময়ের দাবী মাত্র। 

এবিএন/ প্রনীত রঞ্জন দেবনাথ/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ