আজকের শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১৬:০৭

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম), ০৯ আগস্ট, এবিনিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম খোকন (২৬) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম খোকন শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা গেছে, উপজেলার শিলখুড়ী  ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোনাহাট যাওয়ার পথে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে গাড়ি চালক না দাড়িয়ে চলে যায়। এতে ট্রাফিক ইন্সপেক্টর পিছন দিক মোটর বাইকটিকে ধাওয়া করলে সোনাহাট কলেজ মোড়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে রানা (১৯) নামে অপর এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাফিক ইন্সপেক্টরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে এবং ট্রাফিক ইনসপেক্টরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশ ভ্যানটি ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এবিএন/এ এস খোকন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ