আজকের শিরোনাম :

কটিয়াদীতে ত্রিপল মার্ডার: খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নিহতের ভাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১৮:২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহতের আসাদের সহোদর দীন ইসলাম। আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জের আমলগ্রহণকারী আদালতের বিচারক আবদুন নুর আসামী দীন ইসলামের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া এ মামলায় গ্রেফতার অপর তিন আসামীর প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। বিচারক আবেদনটি আমলে নিয়ে আগামীকাল রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেছেন। গ্রেফতার হওয়া অপর তিন আসামীরা হলেন নিহত ব্যবসায়ীর আসাদের মা জুমেলা খাতুন, বোন নাজমা ও ভাগ্নে আল আমিন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, জমি বিরোধের জেরে তিন খুনের ঘটনায় মুখ্য ভূমিকা পালন করেছেন নিহতের ছোট ভাই দীন ইসলাম। এছাড়া আরো কয়েকজন জড়িত থাকতে পারে। তাই গ্রেফতার অপর তিন আসামীকে রিমান্ডে নেয়ার জন্যে বিজ্ঞ আদালতে আবেদন জানানো হয়েছে।  

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার গভীর রাতে স্ত্রী পারভীন ও শিশুসন্তান লিয়নসহ খুন হন ব্যবসায়ী আসাদ। খুনীরা রাতেই নিহতের মরদেহ বাড়ির পাশেই মাটিতে পুঁতে রাখে । বেড়াতে যাওয়া আসাদের ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার বিকেলে নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে বাবা মা ও ভাইকে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে বাড়ির পাশেই গর্তে পুঁতে রাখা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।
 
আলোচিত এ তিন খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।


এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ