আজকের শিরোনাম :

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১২:৩১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে।

জানা যায়, বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামে শফিক মিয়ার অষ্টম শ্রেনী পড়–য়া স্কুলছাত্রীর সাথে নূরপুর ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়ার সঙ্গে বিয়ের আয়োজন ছিলো।

এ খবর পেয়ে স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিনহাজুল ইসলাম। মেয়ের বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছিলেন শফিক মিয়া। অপ্রাপ্ত মেয়ের বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বাল্যবিয়ে বন্ধ করে দেন। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ