আজকের শিরোনাম :

সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি-মাসিক সভা সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১১:০৬

কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশে এর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে বহুখাতভিক্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.খায়রুল হুদা চপল।

এ সময় আরোও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হাই, মো. ফুল মিয়া, মো. আবুর বরকত, মো. শামসুল ইসলাম, মো. আব্দুস সওার প্রমুখ।

উক্ত সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনা হয় এবং ২০১৯-২০২০ বার্ষিক পুষ্টির পরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী গৃহীত কার্যক্রমের বাস্তবায়নের হার সভায় উপস্থাপন করা হয়।

এছাড়া ২০২০-২১ সালের বার্ষিক পুষ্টির পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

সকল সদস্যগণ উক্ত আলোচনায় সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রদান করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ