আজকের শিরোনাম :

তিতাসে স্থানীয় সরকার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্যরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:৫০ | আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১০:৫৩

২০২১ সালের মার্চ মাসে স্থানীয় সরকার ইউপি নির্বাচন হবে এমন আবাসে কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বর্তমান চেয়ারম্যান ও নবীনরা।

অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও প্রতিটি ইউনিয়নের হাঁট বাজারসহ গ্রামের চা দোকানগুলোতে সম্ভাব্যদের নাম উল্লেখ করে এবং কে কেমন হবে? কে যোগ্য? কেমন করেছে বর্তমানরা? কেমন করবে নবীনরা? নিজেদের ভোট নিজেরা দিতে পারব কি না ? এমন সব আলোচনায় অলস সময় পার করছে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ।

বর্তমান চেয়ারম্যানদের মধ্যে একজন জাতীয় পার্টি বাকী ৮ জন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান। এদের মধ্যে অনেকেরই নাকি জনপ্রিয়তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে এবং দুর্নীতির অভিযোগ উঠেছে এমন আলোচনা হচ্ছে সাধারণ মানুষের মাঝে।

অনুসন্ধানে আরো জানা যায়, বর্তমানদের মধ্যে অনেকেই নির্বাচনে সুবিধা করতে পারবেনা বলেও আলোচনায় রয়েছে। আবার নবীনদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হওয়ার প্রচার দিচ্ছে আবার কেউ কেউ চুপচাপ দলীয় মনোনয়ন পেতে আগে থেকেই সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বুঝা যাবে কে হবে কার প্রতিদ্বন্দ্বী।

এবিএন/কবির হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ