আজকের শিরোনাম :

নিরাপদ প্রাণিজাত পণ্য কর্ণার পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৭:৩৫

ফরিদপুরের নিরাপদ প্রাণিজাত পণ্য কর্ণার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক। বুধবার সকালে শহরের ব্রহ্মসমাজ সড়কে অবস্থিত নিরাপদ প্রাণিজাত পণ্য কর্ণার পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল্লাহ মো. আহসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও নিরাপদ প্রাণিজাত পণ্য কর্ণার এর কর্ণধর মীর কাশেম আলী।

পরিদর্শন কালে অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক বলেন, ভোক্তারা যাতে সঠিক ও ভেজালমুক্ত পণ্য পেতে পারে সেজন্যই সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের আমিষের চাহিদা  কথা ভেবেই আমরা নিরাপদ মাংস, ডিম, দুধ ও দুধের তৈরী পন্য ভোক্তাদের কাছে পৌছে দিচ্ছি। ফলে ভোক্তারা ভেজাল মুক্ত পণ্য পাচ্ছে।

পরে তিনি সরকারি হাঁস-মুরগ খামার, এনএটিপি ২ প্রকল্পের আওতায় প্রদর্শণী কার্যক্রম, দুগ্ধ ও গাভী উৎপাদন খামার পরিদর্শন করেন। বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে হল রুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ