আজকের শিরোনাম :

কুড়িগ্রামে পুলিশ সুপারের সহযোগিতায় নিখোঁজ শিশু খুঁজে পেল তার পরিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১০:১৬

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম'র সহযোগিতায় শিশু হারুন অর রশিদ খুঁজে পেয়েছে তার পরিবার।

জানা গেছে, সোমবার শিশু হারুন-অর-রশিদকে কুড়িগ্রামে ঘুরতে এবং কান্নাকাটি করতে দেখে সদর থানা পুলিশ।

পরে শিশুটিকে উদ্ধার করে সদর থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় শিশুটি তার গ্রাম কিংবা জেলা-উপজেলার নাম কিছুই বলতে পারে নি।

বিষয়টি পুলিশ সুপার জানার পর শিশুটির পরিবারটিকে খুঁজে পেতে ফেসবুক সহ পুলিশী তৎপরতা শুরু করেন।

পুলিশ সুপারের এমন উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিমছাট গোপালপুর এলাকায় শিশুটির পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-খোদেজা বেগমের খোঁজ পাওয়া যায়।পরে তার বড় বোন রতœা ও নানা-আব্দুল বারেক এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, শিশু হারুন-অর-রশিদকে তার বড় বোন রতœা ও নানা-আব্দুল বারেক এর জিম্মায় প্রদান করা হয়েছে। ভবিষ্যতে তাকে দেখে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এবিএন/জাহিদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ