আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এমপি লিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১২:৩৫

শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার  মন্ডপে মন্ডপে গিয়ে  হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এমপি লিপি। জনসমাগমের কারণে স্বাস্থবিধি যাতে ভঙ্গ না হয় সে দিকে খেয়াল রেখে  নির্বাচনী এলাকার  দুই উপজেলার অধিকাংশ পূজামন্ডপেই ছিল তার সরব উপস্থিতি।

মন্ডপে আগত পূজারি ও কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। করোনা ভাইরাস মহামারির কারণে এবার দুই উপজেলায়ই পূজার আয়োজন ছিল সিমীত পরিসরে। উৎসব সংশ্লিস্ট বিষয় পরিহার করে সাত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হয়েছিল প্রতিটি মন্ডপ। অতিরিক্ত সমাগম ঠেকাতে এবার সন্ধ্যার আগেই বন্ধ করা হয় পূজামন্ডপ। ছিল না ঘটাকরে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাসাদ বিতরণ। বিজয়া দশমীর শুভাযাত্রাও নিষিদ্ধ ছিল দুটি উপজেলাতেই। সা¯্র অনুযায়ী শাপলা শালুক আর বলিদানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়োর সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।
এ দিকে স্বাস্থবিধি মেনে জেলার কটিয়াদী উপজেলার হিলচিয়া এরাকায় স্বর্গীয় রামসুন্দর সাহার মন্দিরে ও যথাযোগ্য মর্যাদার সাথে দুগাউৎসব পালন করা হয়।

এবিএন/শাফায়েতুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ