আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৮:১৩

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ ভাটি অঞ্চলের মর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী ছত্রছায়ায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে হুমকিতে রয়েছে ফসলি জমিসহ বহু বসত-বাড়ি, মসজিদ ও কবরস্থান। অভিযোগে প্রকাশ, উক্ত উপজেলার বিভিন্ন স্থানে যমুনার তীব্র ভাঙ্গনে বহু জায়গা জমি ও ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই যমুনা নদীতে বিলীন হয়েছে।

 এ ভাঙ্গন ঠেকাতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করেও ভাঙ্গন থামাতে হিমশিম খাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে  বাঘুটিয়া ইউনিয়নের ওই নদী থেকে প্রভাবশালীর ছত্রছায়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এদিকে উপজেলার কোথায়ও অনুমোদিত কোনো বালুমহল নেই এবং নদী থেকে বালু উত্তোলনে নেই প্রশাসনের অনুমতিও। এরপরও একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করছে। কয়েক মাস আগে অবৈধভাবে বালু উত্তোলন করায় তৎকালীন ইউএনও ড্রেজার পুড়িয়ে দেয়া হলেও সেখানে আবারো চলছে বালু উত্তোলন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম রওশন কবীর বলেন, এ বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ