আজকের শিরোনাম :

আক্কেলপুরে কোটি টাকার খাস জমি উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৭:৪৪

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকান ঘর, বাড়ী, হোটেল, গোডাউন সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন থেকে জানাগেছে,গত সেপ্টেম্বর মাস থেকেই উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়া হয়। প্রাথমিকভাবে জরিপ কাজ শেষ করে অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে নোটিশ প্রদান করা হয়। নোটিশের অবৈধভাবে দখলে থাকা স্থাপনার মালিকরা নিজেরা স্থাপনা সরে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙ্গা হয়। আজ শনিবার সকালে চূড়ান্তভাবে প্রায় ১৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৫০ শতাংশ খাসজমি উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

উচ্ছেদ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, অবৈধ স্থাপনার কারণে রায়কালীর ঐতিহ্যবাহী এই হাটটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল।  দীর্ঘদিন হাটটি ডাক হয়নি। তাই আমাদের মূল লক্ষ্য হাটের জায়গা সম্প্রসারন করে অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনা।

উল্লেখ্য হাটের একটি অংশে ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক শপিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। বর্তমান সরকারের অন্যতম একটি অংগীকার আমার গ্রাম আমার শহর প্রকল্পের অংশ হিসেবে রায়কালী হাটে স্থাপন করা হচ্ছে এই শপিং সেন্টার।

উক্ত উচ্ছেদ কাজে সহযোগিতা করেন রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,আক্কেলপুর থানার পুলিশ সহ স্থানীয় জনগন ও স্থানীয় নেতৃত্ববৃন্দ।
 

এবিএন/আতিউর রাব্বী তিয়াস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ