আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ৪৫ জেলের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৭:১২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৪৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ২০ জনকে ১৩ দিন ও ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ কারাদণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা যমুনা নদীর তীরবর্তী বেলকুচি ও চৌহালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে তাদের আটক করা হয়। ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এ অভিযানে উপজেলা মৎস্য অফিসার  হাসান মাহমুদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ