আজকের শিরোনাম :

ফরিদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী নারীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১৫:৫৯

ফরিদপুর সদর উপজেলায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে "করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকট কালীন সময়ে দরিদ্র, অটিস্টিক, প্রতিবন্ধী  নারীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।

নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরষ এবং কিশোরদের অংশগ্রহণে শনিবার সকালে পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এসো জাতি গড়ি (এজাগ) এর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।

এসময় উপস্থিত ছিলেন এসো জাতি গড়ি (এজাগ) নির্বাহী পরিচালক নাজমা আক্তার, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, রওনক ফারিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৮ থেকে ৩৫ বৎসর বয়সী হত দরিদ্র, অটিস্টিক, প্রতিবন্ধী নারীদের মাঝে দুইশত ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।

 

এবিএন/কে এম রুবেল.জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ