আজকের শিরোনাম :

বোয়ালমারীতে পূজামন্ডপে প্রতিমা ভাংচুরে গেপ্তার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১৪:৫৯

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজা আয়োজনের প্রাক্কালে একটি মন্ডপের দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামে রামদিয়া কর্মকার পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে প্রতিবছর টিনের বেড়া দিয়ে একটি অস্থায়ী মন্ডপ নির্মাণ করে এ পূজার আয়োজন করা হয়। এবারও সে ভাবেই পূজা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন তরুণ ওই মন্ডপে ঢুকে পূজার উদ্দেশ্যে নব নির্মিত দুর্গা ও স্বরসতী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে।

এছাড়া সকল প্রতিমার হাত ও পা ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে।

এলাকাবাসীর কাছ থেকে এ খবর জানার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ, মধুখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ উপজেলা পূজা উদাপন কমিটির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাতেই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে এ ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের বাসিন্দা নয়ন শেখ ও রাজু মৃধা নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় ওই মন্ডপের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে একটি মামলাদায়ের করেছেন।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ