আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ১২:৫৭

দুপচাঁচিয়া(বগুড়া) , ০৮ আগস্ট, এবিনিউজ : দুপচাঁচিয়ার মহাশ্মশাণ কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে ও বিএমএ বগুড়ার সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক ডাঃ নির্মলেন্দু চৌধুরীর ব্যবস্থাপনায় এবং দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেনের সৌজন্য গতকাল মঙ্গলবার মহাশ্মশান কালীবাড়ি চত্বরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র, জরুরী ওষুধ বিতরণ ও বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়েছে। ১৫টি বুথে ২৭জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। এ ক্যাম্পের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন শজিমেকের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম রসুল, অধ্যক্ষ ডাঃ একেএম আহসান হাবীব, বগুড়া বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর এবিএম জহুরুল ইসলাম খান মিলন, মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সহসভাপতি উৎপল কুমার বাগচী, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস, ব্যবসায়ী পবন কুমার পোদ্দার, আশরাফুজ্জামান সাগর প্রমুখ। এদিন এলাকার প্রায় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/নির্ঝর 

এই বিভাগের আরো সংবাদ