আজকের শিরোনাম :

সরিষাবাড়ীতে সংঘর্ষ: আহত ১০, আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ১২:২১

জামালপুর, ০৮ আগস্ট, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আসাদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নে চরবাঙ্গালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানাগেছে, চরবাঙ্গালি গ্রামের মৃত খোরশেদ সরকারের ছেলে মজনু মিয়ার সাথে পার্শ্ববর্তী কোনাবাড়ি গ্রামের হাক্কু মিয়ার ছেলে আসাদ উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আসাদ উদ্দিনের লোকজন মজনু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ জন আহত হয়।

আহত অবস্থায় মজনু মিয়া (৪২), তার স্ত্রী ইসরা আরা (৩৫), জবেদা বেগম (৪০), আঙ্গুরী বেগম (৪৫), রাশেদা খাতুন (১৯) ও আজিজল হককে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ