আজকের শিরোনাম :

গাইবান্ধায় এবারের বন্যায় ৯৬ কোটি টাকার ফসলের ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১৩:০১

গাইবান্ধা জেলায় সাম্প্রতিক তিনদফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সর্বশেষ তৃতীয় পর্যায়ে ৬৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ফসলের ক্ষতি হয়েছে।

এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বন্যায় ২৭ কোটি ৯৫ লাখ টাকা ২ হাজার টাকার ফসলের ক্ষতি হয়।

এ নিয়ে তিন দফা বন্যায় মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৯৫ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তৃতীয় পর্যায়ের বন্যায় গাইবান্ধার সাত উপজেলায় ১৭ হাজার ১৬০ হেক্টর জমির আমন, মাস কালাই ও শাক সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে ৫ হাজার ৯৯৭ হেক্টর জমির ফসল সম্পুর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলাতেই ২ হাজার ১৬২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

অপরদিকে প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ২ হাজার ৫৩৪ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন, আউশ ধান ও শাক সবজির ক্ষতি হয়।

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ