আজকের শিরোনাম :

রামুতে রাতে পাহাড় কাটার সময় ধসে ২ শ্রমিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:২৪ | আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:৫৯

কক্সবাজারের রামু উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিধসে দুজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত (২১ অক্টোবর) রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। তারা পরিবহন শ্রমিক।

জানা গেছে, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় ওই দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটিধসে আলী আহমদ ও মুজিবুর রহমান চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। 

আজ বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

ইউএনও প্রণয় চাকমা বলেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কয়েকদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল।

রামু থানা পুলিশের ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ