আজকের শিরোনাম :

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ১০:৫৩

কুমিল্লা, ০৮ আগস্ট, এবিনিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

র‌্যাবের দাবি, তিনি মাদক ব্যবসা করতেন। তার বিরুদ্ধে মাদক আইনের ৫টি মামলা রয়েছে। 

মঙ্গলবার দিনগত গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কামাল্লা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের বাসিন্দা।

বলে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান বলেন, র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে মাদক উদ্ধার করতে রাতে কামাল্লা এলাকায় অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ফারুক গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘শীর্ষ মাদক কারবারি’ ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ