আজকের শিরোনাম :

জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চলছে ভোট গ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১২:৪২

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ মঙ্গলবার।

সকাল ৯টা থেকে উপজেলার ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তবে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও আগ্রহ কম বলে জানা গেছে। উপজেলায় মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। নির্বাচনে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতয়েন করা হয়েছে।

এছাড়া ১ জন জুডিসিয়াল ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচনে লড়ছেন চারজন প্রার্থী।

তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী। বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সহ স্থানীয় সরকারি বিষয়ক সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার ও তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল আলম মোহন।  

প্রসঙ্গত, গত উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইউসুফ আল আজাদ।

গত ৯ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ