আজকের শিরোনাম :

মহালছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১২:১১

খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলায় ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত মেলার ২য় শেষ দিন ১৯ অক্টোবর সোমবার দেখা যায় মেলায় সরকারের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া।

এ সময়ে উক্ত ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতব্য পরীক্ষা তদারকি দায়িত্ব পালনরত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

তথ্য সংগ্রহকারী সাংবাদিকদের জানান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মহালছড়ি উপজেলায় অনুষ্ঠিত এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা এলাকার ৯টি উচ্চ বিদ্যালয় ও ১টি সরকারি ডিগ্রি কলেজ অংশ গ্রহণ করে এবং উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৪২শিক্ষার্থী অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত শিক্ষকদের উপস্থিতি দেখা গেছে।

এবিএন/চাইথোয়াই মারমা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ