আজকের শিরোনাম :

ইলিশ রক্ষায় অভিযান : ৯৪ ধরা ট্রলার ডুবিয়ে দিল নৌ-পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:৫৮ | আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:০৪

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এ ছাড়া পুড়িয়ে বিনষ্ট করেছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।

সোমবার রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এ ছাড়া বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।  

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির গণমাধ্যমকে বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।  

এ ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ