আজকের শিরোনাম :

আক্কেলপুরে সুফলভোগী খামারিদের প্রদর্শনী উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:৪০

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সুফলভোগী (সিআইজি সদস্য) খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ১৩ জন সুফলভোগী খামারিদের মধ্যে ৬ জন গাভী পালনকারী, ৫ জন মুরগী খামারী ও ২ জন হৃষ্টপুষ্টকরণ খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তৌফিকুর রহমান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মঞ্জুরুল হাসান, লাইভস্টক ফিন্ড এ্যসিসট্যান্ট শাহেদ হাসান, লাইভস্টক ফিন্ড এ্যসিসট্যান্ট মৌসুমী আক্তার প্রমুখ।

এবিএন/আতিউর রাববী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ