চিলমারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:২৯

কুড়িগ্রামের চিলমারীতে ব্র্যাক হিউমেনিটেরিয়ান প্রোগ্রামের আয়োজনে উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ,এম রায়হান শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম।

সলিডারিটির নির্বাহী পরিচালক এসএম হারুন অর রশিদ লাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, ব্র্যাক হিউমেনিটেরিয়ান প্রোগ্রামের বিশেষজ্ঞ মিথুন মজিদ, সলিডারিটির প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদা বদরুন্নেছা বিথি, প্রশিক্ষক সুনিল দাস প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সদস্য ব্র্যাক এর কনসালটেন্ট মো. আব্দুল লতিফ খান।

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ