আজকের শিরোনাম :

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:০৩

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে ইলিশ প্রজনণ সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অভিযান শেষে আদালতে অসাধু জেলেদের এই সাজা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ ধরার সময় ৪জনকে আটক করা হয়।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার।

অভিযানে সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ। অভিযান থেকে ফিরে চন্দ্রপাড়া ট্রলারঘাটে অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এবিএন/মো. সাব্বির হাসান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ