আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ইলিশ ধরার দায়ে আরো ১৮ জেলের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ২০:২৩

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে আরো ১৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে একই অপরাধে ৫২ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন এ দন্ডাদেশ দেন। দ-প্রাপ্তরা ওই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্থানীয় মৎস্য অফিসের ক্ষেত্র-সহকারী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার প্রায় রাতভর মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৮ জেলেকে গ্রেফতার করা হয় এবং ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। আজ সোমবার সকালে তাদেরকে ওই ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে এক বছর করে কারাদ- দেন। এছাড়া জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ